STORYMIRROR

Sipra Debnath

Abstract Tragedy Action

3  

Sipra Debnath

Abstract Tragedy Action

কেউই তোদের ছাড়বে না

কেউই তোদের ছাড়বে না

2 mins
4

 কেউই তোদের ছাড়বে না -

   - কলমে: শিপ্রা দেবনাথ 


রণাঙ্গনে  ছিলাম আমি সেই রণাঙ্গিনী ঐ যে তোরা উল্লাসে 

করলি আমায় উলঙ্গিনী 

অত্যাচারে অসাড় করে 

করলি আমায় লাশ!!!

ভাবলি তোরা করিয়ে দিয়ে আমায় চুপ 

হবে বোধহয় তোদের কর্মের প্রমাণ লোপ?

হলো'না তা-

দেখ চেয়ে দেখ তাইতো এবার জ্বলছে 

আগুন দেশ জুড়ে 

জ্বলবে তোদের রাজ্য পাট 

ছাই হবে রে সব পুড়ে ।

শেষ কথা বলবে দেখিস

 এবার আমার প্রেতাত্মা 

মরণ ফাঁদে পা রেখেছিস 

ভয়ের চোটে  উঠবে কেঁপে 

তোদের নপুংসক অন্তরাত্মা।

বাঁচতে আমায় দিলি না

পারবি না রে পারবি না 

বাঁচতে তোরাও পারবি না

বেঁচে থাকলেও পলে পলে 

পাবি অপমৃত্যুর যন্ত্রণা!

বাঁচার মতো বাঁচতে তোরা পারবি না।

সময় এবার হয়েছে 

পাপের ঘড়া ভরেছে 

শাস্তি এখন পেতেই হবে

যে খানেতেই লুকোসনা।

সময় তোদের ছাড়বে না

মা বোনেরা ছাড়বে না 

নারী জাতি ছাড়বে না

ভাই দাদা বাবা মামা 

কেউই তোদের ছাড়বে না

মেরুদন্ড যাদের আছে

তারাও কেউই ছাড়বে না।

অপকর্মের দৃশ্য তোদের উঠবে ফুটে 

ঐ তোদেরই দুই নয়নের সম্মুখে

নরক যন্ত্রণা ভুগবী ওরে 

সব মানুষের অলক্ষ্যে।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract