উলট পুরাণের কিসসা -
উলট পুরাণের কিসসা -
উলট পুরাণের কিস্-সা--
অমৃতময় জীবনগুলো কেমন করে কিভাবে যেনো একটু একটু করে বিষিয়ে গেলো
শুধু কি আমার অলক্ষ্যে? নাকি সবার!
অমৃত-ঘড়ায় পরিপূর্ণ বিষ-
বিলোতে চাইলাম এক ছড়িয়ে পড়ল আরেক
বিস্মিত হই! কেনো ঘটে এরকম
একদিন বুঝতে পারলাম নিজের ভুল
আসলে গরল কুড়োতে অভ্যস্ত মানুষ
অমৃত সুধায় আতঙ্কিত।
সবটাই অবিশ্বাসের খেলা
ঠকতে ঠকতে বিশ্বাসকে ভয়।
রত্নাকর ম'রা ম'রা বলতে বলতে নিজের অজান্তেই রাম রাম বলে ফেলেছিল।
এখন উলট পুরাণের খেলা চলছে
কারসাজি খতম হবে গেম ওভার হবে,
কিসসা বেরিয়ে আসবে, সেটাই মেইন সাবজেক্ট।
©Sipra Debnath Tultul.
