STORYMIRROR

Sipra Debnath

Abstract Action Classics

4  

Sipra Debnath

Abstract Action Classics

আমার আমি

আমার আমি

1 min
360

- আমার আমি -

তখন তুমি ভীষন ভাবে আমার কাছে যখন তুমি সঙ্গে নেই

তখনো তুমি আমার কাছেই 

যখন ভাবো তোমার সাথে আমি নেই।

যখন ভাবো আমি আছি অন্য কোথাও তখনও কিন্তু তোমার সাথেই

তুমি ভাবো হারিয়ে গেছি 

আছি কিন্তু তোমার পাশেই।

তোমার মনের সন্দেহতে চোখে তোমার চর্ম ঝুলে,

তাইতো তুমি সেটাই দেখো সেটাই ভাবো দেখতে তুমি চাও যেটাই।

মনের মাঝে বিষ পুষে চিত্ত তোমার নাকাল হলো, 

মনের দশা বেহাল তোমার 

হিংসা ঠাসা হৃদ্য়পুরে,,

ভাবো তুমি সংসার আমার মাথায় নিয়ে আমি বুঝি ভবঘুরে।

চারিত্রিক বিশ্লেষণে বিশেষজ্ঞ হওয়া আমারতো কভু সাজেই না 

কারণ খানি খুবই সহজ নিজেই নিজেকে চিনলাম না।

এটুকু তবে বলতে পারি অন্যের দোষ থাকলেও তা কাউকে তা বলি না

কেনো জান? পরের দোষ ঘাটলে 

জানি নিজের ঘাড়েই  সে দোষ চাপে।

গুণ তো কিছু নেইকো আমার 

যোগ্যও নই তোমার মতন 

পরের দোষ ঘাড়ে নিবো সাহস নেই আমার এমন। 

আমার আমির খেয়াল রাখতে নেইকো সময় আমার হাতে 

অন্য কোথাও মনযোগ?

নয়তো আমার স্বভাব তাতে।

প্রমাণ নিজেকে করতে চাই না যোগ্য আমি কতখানি,

জবাব দিহিও করতে চাই না যা খুশি তাই ভাবো তুমি,,জেনে নিও তুমি এবার এটাই হচ্ছি আমার আমি।

©Sipra Debnath Tultul.





Rate this content
Log in

Similar bengali poem from Abstract