STORYMIRROR

Sipra Debnath

Abstract Tragedy Action

4  

Sipra Debnath

Abstract Tragedy Action

মেরুদণ্ডহীনতা

মেরুদণ্ডহীনতা

1 min
277

   - মেরুদণ্ডহীনতা-  সভ্যতাহীনতায় মানবজাতি ভুগছে নাকি সভ্যতাই মানবিকতাহীন?কি জানি? অবাক হই!  অবাক হতে বাধ্য হই! কাণ্ডকারখানা দৃশ্যত: কিছুদিন ভেবেছিলাম জাতির  মেরুদণ্ড কোথাও কোথাও বুঝি ঘূণ আক্রান্ত,, ধুঁকছে যুঝছে ভুগছে কেউ কেউ সেরে উঠতে চায় কেউ আক্রান্তই হতে চায় না চায় শুধু কিছু শক্ত পোক্ত কিছু মেরুদণ্ড তৈরী করে যেতে যা কখনোই,,  সেই পোকায় কাটতে সক্ষম হবে না আবার কেউ কেউ ঘুণে আক্রান্ত হয়েই মৃত্যু বরণ করতে চায় টাকার পাহাড় তৈরী করে রেখে যাবে বলে। এখন দেখছি উর্দিধারী পোষা কুকুর তার লাঠি ব্যবহার করছে,তার বুট ব্যবহার করছে সেই মেরুদণ্ড গুড়িয়ে দিতে,, কেনো যে ওরা চায় একেকটা পরিবার ভেঙে পড়ুক, একটা সমাজ ভেঙে পড়ুক, একটা রাজ্য ভেঙে পড়ুক  এমনকি প্রয়োজনে নিজেদের দেশটাও ধুলোয় মিশে যাক। এমন কুলাঙ্গারদের নিয়ে কি  ভবিষ্যত বাঁচানো সম্ভব? অনিশ্চয়তার উপহার পেয়েছি সকল ক্ষেত্রে সকল দপ্তরের অধিকারিকদের থেকে,, কেউ কি বলে দিতে পারে এর থেকে রেহাইয়ের  উপায়? আরে! তোমরা আমরা সকলে কি পারিনা মুষ্ঠিবদ্ধ হতে? পারি না সব বদলে দিতে,,,ওরা তো হাতে গোনা ক'জন আর তোমরা আমরা মিলে তো অসংখ্য জন,তাহলে বল বুদ্ধি কাদের বেশি? এসোনা একটা টোকা দিয়ে দেখি ওরা ঝরে পড়তে বাধ্য হয় কিনা! অশুভ যতই মাথা চারা দিয়ে উঠুক  তোমরা আমরা আগে বিশুদ্ধ হই,,দেখবে শুদ্ধতার কাছে ওরা পরাজিত হবেই হবে।  মনে রাখতে হবে একতাই বল,  ছল নয়। ©Sipra Debnath Tultul. 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract