হোক কলরব
হোক কলরব


হে শ্রমিক, হে কৃষক ভাই
হে মজদুর দিদি বোনেরা
নিজেকে ভেবোনা হয়োনা একা
সোজা আঙ্গুল এবার কর বেঁকা l🔥
গরীব নিয়ে দাবার খেলা
স্বার্থ ফুরালে কাটেন যারা
কোটি টাকার ভোটের খেলা
এটাই শুরু বিদায়ের পালা l🚜
পেওনা ভয় হয়োনা একা
গরীব লিখুক ভাগ্য লেখা
দুহাতে যারা করছে ভোগ
বিদায় করো এ কঠিন রোগ l🔥
দেশকে বেচে বাঁচছে যারা
স্বার্থপর বেকুপ জ্যান্ত মড়া
দিদি ভাই সবাই হাত ধরো
বেহাল দেশটা নতুন গড়ো l🚜
রঙিন রঙিন স্বপ্ন দেখিয়ে
বন্ধ মুখ আজ জ্যান্ত পুড়িয়ে
রাজার নীতির বেহাল দশা
জোটের হাওয়ায় মিলুক সাজা l🔥
জাতিভেদের চোখ রাঙিয়ে
মাইল মাইল মানুষ হাঁটিয়ে
ভাষণে নকল মুক্তা ঝড়ে
চাষী মড়লে রাজাও বাড়ে l🚜
হে জনগন দুঃখী মানুষ
মজদুর দিদি কৃষক ভাই
উঠে দাড়াও লড়োনা একা
হাতে হাত এবার মেলাও সব
হোক প্রতিবাদ হোক কলরব l🔥
⚡⚡⚡⚡⚡⚡🔥🔥🔥🔥🔥⚡⚡⚡⚡⚡