STORYMIRROR

Paula Bhowmik

Action Inspirational

4  

Paula Bhowmik

Action Inspirational

কবিতা নয়

কবিতা নয়

1 min
162

কবিতা নয় যে এ জীবন, এ যে কঠোর বাস্তব, 

জন্মদিনেই হলো মৃত্যু! একি পরিহাস বিধাতার! 

বিধিলিপি অথবা বিধির বিধান, কিছুই নেই করার। স্যার নীলরতনের তিনি আজীবন রেখেছেন মান,

রুগী, তার কাছে রাজা বা ফকির সকলেই সমান। 

রোগ তাড়ানোই ছিল জীবনের ব্রত, এটা ব্যবসা নয়! 

সেজন্যেই তিনি ভালোবাসা পেয়েছেন, তাই মনে হয়।

বিনিময়ে ভালবাসা ও আশীষ বিলিয়ে দিয়েছেন, 

অনুষ্ঠানে অতিথি হয়েও শিশু কোলে তুলে নিয়েছেন।

পেশায় ডাক্তার আর নেশায় রাজনীতিবিদ ছিলেন, 

এ্যমেরিকার প্রেসিডেন্ট কেনডিকে দেখেই ওনার পিঠের ব্যাথার সমস্যার কথা জিজ্ঞেস করেছিলেন। দায়িত্ব নিয়ে তৎক্ষণাৎ লিখেছেন প্রেসক্রিপশন। চিকিৎসা করে, বাংলার উন্নতির জন্যে, 

তখুনি তিনশো কোটি টাকা ________

ভিজিট আদায় করে ছেড়েছিলেন। 

দেশে কুইনিনের অভাবের সময় ছাতিম পাতার

কথা উনিই সবাইকে বলেছিলেন। 

উদ্দেশ্য ছিল, শুধুই বাঁচানো মানুষের প্রাণ। 

গান্ধিজীর সাথে তর্ক করে তাঁকে এ্যালোপ্যাথি 

চিকিৎসা গ্রহণে রাজি করাতে পেরেছিলেন। 

ক্রুশ্চেভ বিমান উপহার দিতে চাইলে বলেন, 

এমন খেলনার তাঁর নেই দরকার, 

মেডিকেল কলেজের জন্য উন্নত সরঞ্জাম তিনি নেন। 

কেশব চন্দ্র সেন তাঁর নামটি বিধান রেখেছিলেন, 

তিনি ছিলেন মা-বাবার আদরের ছোট্টো "ভজন"। 

সারাজীবন ধরে মানব সেবার দ্বারাই করেন পূজন।


Rate this content
Log in

Similar bengali poem from Action