STORYMIRROR

Atanu Ganguly

Romance Action Inspirational

4  

Atanu Ganguly

Romance Action Inspirational

তোমাকে প্রয়োজন

তোমাকে প্রয়োজন

1 min
6

তোমাকে প্রয়োজন-

ঘুম চোখে উঠে হাত দুটি খোঁজে, 

বিছানার আশপাশে থাকা মুখ বুজে,

তাই তোমাকেই প্রয়োজন।


তোমাকে প্রয়োজন-

সুখে কি বা দুঃখে মন যত যায় বেঁকে,

কি সে জাদু তুলি দিয়ে স্বপ্ন দাও এঁকে,

তাই তোমাকে প্রয়োজন।


তোমাকে প্রয়োজন,

যতো ক্লান্তি থাক, তোমার ছোঁয়া পেলে 

দল বেঁধে প্রজাপতি উড়ে যায় হেঁসে খেলে 

তাই তোমায় প্রয়োজন। 


তোমাকে প্রয়োজন, 

একই সাথে সব ওঠা-পরা অভিযোগ তোলা,

মনে পরে যাওয়া পুরোনো স্মৃতির ঝাঁপি খোলা

তাই তোমায় প্রয়োজন।



Rate this content
Log in

Similar bengali poem from Romance