ও কেমনে মায়া ফাঁদে
ও কেমনে মায়া ফাঁদে
মোর মন যমুনায় জোয়ার এলো
এখন বল ললিতে কি করি?
ছল ভালো নয় জল কে যাওয়ার
শাশুড়ি ননদি নিয়ে ঘর করি!
স্বামী আমার কালির সাধন সাধে
আমি একা রইনু পড়ে রাধে,
কুলের মায়ায় গোপের গোয়ালিনী
প্রেম জ্বরে মোর অঙ্গ স্বপন সাধে!
মিলনের লাগি শ্যামের বাঁশরী কেন -
এমন করে রাধা রাধা নামে কাঁদে?
আজ বল না সখি আমার কানে কানে
ও কেমনে এমন মায়া ফাঁদে?

