যখন এসেছিলে
যখন এসেছিলে
যখন যখন আস তুমি
তখন তখন গেছ তুমি
বুকে আমারি য়ে,
বাঁধ ভাঙা কত আশা জাগিয়ে,,
কত স্বপ্ন সাথে তোমার , যে আমি দেখেছি
কত রাতের পড়ে রাত, ওই হাত ধরেছি
আজ আকাশে কি, আর রাত আসেনা
ওই চাঁদের গায়ে, লাগে কোন জোছনা
গেছি তারাদের য়ে,
চিঠি লিখে কত, ভাষা হারিয়ে ,,

