শুধু তোমায়
শুধু তোমায়
আমি তোমায় তোমায় তোমায় শুধু
বেসেছি ভালো,
তাই মনের মাঝে , উঠল জেগে
নতুন আশার আলো ,,
তোমায় পেয়ে , পেলাম আমি
জীবন ভরা সুখ,
তোমায় নিয়ে, করব যেজয়
যুদ্ধ যতই আসুক
ক্লান্তি আমার বাঁধ ভেঙে ফের,
পথের দিশা দিলো ,,
স্বপ্ন ছিল, তোমায় পাবো
এমনি সত্যি হলো,
আকাশে আজ , মেঘের দল
ডানা মেলে দিলো,,
রামধনুর - ই মতন ,সব রঙিন
হয়ে সাজে ,
আমার বুকে, কেবল তোমার
হাসির মন্দ্র বাজে
ভ্রান্তি আমার যত ছিল দেখে,
তোমায় মিলিয়ে গেলো,,

