তোমায় হারিয়ে
তোমায় হারিয়ে
তোমায় হারিয়ে কেঁদেছি বটে,
মিলেছে কত অশ্রু একাকি মোর, প্রাণের ঘাটে,,
পথে শুধু রইল অঙ্কে ,
তব পদ চিন্হ পঙ্কে,,
নিমেষে নিমেষে , কালের বাতাসে
গেলো হারায়ে ওসে, ক্ষণিকের অবকাশে,,
তুমি আজ স্মৃতি শুধু,মোর গীতের ছন্দে,
নীরব বক্ষে কান, পেতে শুনি সে সানন্দে,,
লেখাই মোর , অসীম প্রণতি ,
তব প্রান্তরে,প্রাপ্ত পরম শকতি ,,
অন্তরেতে মোর ঢালী তব প্রাণের শুধা,
নিমেষে তুমি , গেলে হেসে উবি একদা,,
আজ শুধু রজনীর পানে, দেখি চেয়ে নক্ষত্র জ্বলে,
কাঁদে,নীরব নিখিলে,লুকাইয়া মুখ তব গভীর আঁচলে,,
তোমার অসীম, অমিল, অখিল ,অমল গন্তব্যে,
রাশিতে রাশিতে রস , যায় প্রসারে , মোর বেরস কাব্যে
আজ, জেগেছে মোর প্রাণেতে যত, শ্রেষ্ট কাব্য ভাব,
লিখেছে তখন, সইত যখন, তব প্রীতির অভাব,,
