মুছে যাক
মুছে যাক
আজ যাক মুছে , সব জীর্ণ স্মৃতি হউক সেবিস্মরণ,
পেতেছি চিত্ত মোর আজ, নতুনেরে করতে আলিঙ্গন,,
মনের সকল কুলষিত , যেসব ছিল ,মনের দোলায় দুলে,
আজ তবে আসুক সেঝড় ,দিতেসে বিষের বৃক্ষ উপড়ে ফেলে ,,
ঝড়ের শেষে , ঝরুক এসে ,নতুন প্রাণের সুধা ,
সেই রসেতেই, হবে আবার , নতুন জীবন সাধা,,
যদি মুছে তব মনের থেকে,মোর সেসকল খেয়াল,
যদি উঠে গড়ে, নতুন করে , মধ্যে কঠিন বজ্র দেওয়াল,,
চেয়ো শুধু একটু বারে, ঐযে আগের মতন করে,
দেখবে তোমার সেইসে আমি, যার প্রাণের ঘরে দীপ্ত তুমি ,,
মোরাই এনেছি এই ধরার বুকে , নতুন ধারার প্লাবন,
মোড়াই হারিয়ে করেছি বারেক,নতুন প্রাণের উৎভাবন,,
