হারিয়ে পাওয়া
হারিয়ে পাওয়া
হারিয়ে তোমায় পাবো যে আবার, চির নিত্য নতুন সাজে,
তাই বলে বলো কেমনে হারাই,জাগিয়ে আপন হৃদয় মাঝে ,,
যখন দিয়েছি ঢেলে, উজাড় করে, রাখিনি ঠেকে একটি রতন ,
সেই আমিই শেষে, কাঙাল বেশে,পাইনি মানুষ মনের মতন ,,
আজ নাজানি কত তপের পরে, পেলাম তোমায় প্রাণের পরে,
বসেছি কত যুগ পরে, শুনবো সে প্রাচীন সুর নবীন করে,,
গানের কলি ফুটলো যখন , নিঠুর নড়ী তারে ছিঁড়ল তখন,
বুকের মাঝে সে রাখবে বলে, প্রাণের থেকে সরালো তখন,,
সৌরভ তার ক্ষণিকের সাথী, গেলো যে হারিয়ে তোমার মতন,
আজ বাস্তব আমার সাপের সমান, নাইবা হলো এ সুদূর স্বপ্নপতন ,,

