শুধু তোমারে -
শুধু তোমারে -
আমার মনের নিবিড় গহনে , শুধু তোমারেই বারেক সেধেছিলাম,
সকল শীর্ণ বাঁধন ছিন্ন করে,তোমায় প্রেমের ডোরে বেঁধেছিলাম,
হেলায় ভাসিয়েছি,সকল চাহিদা,ধ্রুব সত্য করে সেই একটি মুহূর্তকে,
তোমার প্রকাশ যখন,জাগিয়েছে, মোর নিথর হিয়ার, নিরস মর্তকে,
আমি জানি,এক আলো আধারের মধ্যে,এ ভালোবাসা আজ একেলা,
এক অব্যক্ত পরাধীনতার গ্লানি,বুকে নীরবে শয়ে শয়ে,জানি কাটাচ্ছে কত বেলা,
জানি মেঘের মত,মসৃণ তোমার,মর্ম ভূষণ,চোখ অসীমের চেয়ে গভীর,
কন্ঠে সুধার সাগর করে থৈ থৈ,সৌভাগ্যে শামিল তব স্বপ্ননীড়,
সেই ,তোমার সাথে দেখা ,প্রেমের নব জাগরণ,এ আমার ছিল পরম পাওনা,
থাকতবে পড়ে,আর সকল সাধের কামনা,সইবো নাহয়,চক্ষু বুঝে বিধির এই নিঠুর ছলনা।।

