তুমি এলে যখন আবার
তুমি এলে যখন আবার
তুমি বারে বারে এলে আমার হৃদয় দ্বারে,
কত রূপের আড়াল হতে,ওই নয়নেতে
দেখলে আমারে,,
আমি কখনও তোমায় দেখেছি হিয়ার নন্দনে,
ভোরের শিশির ধোঁয়া ললাট শোভিত চন্দনে,
গানের সুরে গেথেছিলে মালাখানি,
পরিয়েছিলে আমায় সেদিন দেবতা মানি,
শুধিয়েছিলে সে সকল প্রাণের কথা , আমায় প্রেমের মন্তরে,,
বিকালের ক্লান্ত বেলার শেষে নতুন বেশে,
তুমি এসেছিলে করুন নয়নে যখন আমার দেশে,
করেছিলাম সাঙ্গ সবে মাঠের খেলা,
দেখছিলে পশ্চিমের ঘাটের কাছে একেলা,
জ্বালিয়েছিলাম মোরা মিলে,সন্ধ্যা দ্বীপের বাতি প্রাণের ঘরে,,
জোৎস্না আলোয় যখন আকাশ ভরা তারায়,
মোর তখন যে প্রাণ মিশেছিল তোমার প্রাণের শারায়,
দেখেছিলাম তোমায় আমি চাঁদের রূপে,
আবার কখন পেয়েছিলাম আধার রাতের শোকে,
তুমি বারে বারে এমনি করে, এসে গেলে আবার নীরবে
সরে,,

