প্রেমের আবির
প্রেমের আবির
আজ দাও রাঙিয়ে মনের গভীর ,
দাও লাগিয়ে প্রেমের আবির,,
আমি নিত্য খেলার, অন্ত্য বেলায়
তোমার সাথে দল বেঁধেছি,
আমি তোমার সুরে , সুর সেধেছি,,
আজ তোমায় পেয়ে দিই জ্বালিয়ে,
সকল অর্কনীড়ে
নব উদিত প্রাণের বাতি,,
আমি চিত্ত দোলায়, দোল দিয়েছি
আমি বিশ্ব ভেলায় , দার কাটি,,
আমি মেলেছি নয়ন , করেছি চয়ন
অন্তহীনা পথের ওইসে অটুট আড়ম্বর,
রয়ে রন্ধ্রেরন্ধ্রে নিকাশে যাবে,কালের কঠিন পিঞ্জর,,
আমি তোমার সঙ্গে , তিমির তরঙ্গে
রাঙিয়েছি মোর জীবন উদ্যান ,
সেই ঋতুহিনা প্রীতির রঙে,,

