বাস্তবের কাছে
বাস্তবের কাছে
সম্পর্ক গুলো এখন একেবারে কিনারায় এসে দাঁড়িয়েছে,
শব্দ গুলো খুব সংক্ষিপ্ত হয়ে , নিছক প্রতিক্রিয়ায় পরিণত হয়েছে,,
বিষয় প্রসঙ্গ সব হারিয়ে , একেবারে বিলুপ্ত প্রায় অবস্থা,
ভালবাসা এখন মাঝে সাজে , বাজারবারে মেলে খুব সস্তা ,,
চতুর্দিকে শুধু ছায়ার আনাগোনা ,অন্ধকারে সব ঘোলাটে,
রাত জাগানো স্বপ্ন গুলো এখন সব উঠেছেন লাটে,,
ধরা ছোঁয়ার বাইরে গিয়ে, যেন সবই কেবল কল্পনার বেড়াজাল,
খেলা থামিয়ে , পাথর হয়ে দাড়িয়ে দন্ডায়মান এক আপোষহীন বিকাল,,
