সমুদ্র
সমুদ্র
সমুদ্র আমায় প্রেমিক করে, ভাবনার পাতায় ডুব
নীল জলের আবাহনের গর্জনেতে মায়ায় পড়ি খুব;
মনে হয় জীবন বুঝি সৈকতে গড়া বালুর সংসার,
চঞ্চল মনের ঢেউয়ের আঘাতে তার অকাল সংহার।
পূর্নিমাতে জোৎস্নাবিলাস কিংবা আঁধার অমাবস্যা,
মনের ভাবনায় ক্ষনে ক্ষনে জীবন বদলায় সহসা।
লোক লস্কর,গাঙচিল সাম্পানে মুখরিত তট,
প্রেমিক মনের স্বপ্নে যেন সব জড়ায় ঝটপট ।
দিগন্ত মেশে যেথায় নীল সমুদ্রের বুকে
সেথায় হারাতে চাই, অপূর্ণতা ভরা চোখে।
সূর্যোদয়টা হয় নতুন ভোরের, অপার্থিব সূর্যাস্ত
জীবন সুন্দর এখানে , মনভরা প্রশান্তি এক প্রস্ত।
জোয়ার ভাটার চক্রের মত জীবনের পরিবর্তন
স্মৃতির সাথে বাস্তবতার অপূর্ব পাঁচ-মেশালি মিলন ,
প্রকৃতির সূর্যঘড়ির চক্রে চলে এমন সমুদ্রবিলাস
যা শান্ত করে মনকে ভীষণ,গড়ে সুখের অভিলাষ।

