অথ প্রেমকথা
অথ প্রেমকথা
ফুটফুটে জোছনায় মরি অনুশোচনায়
যদি তুমি রহিতে গো সাথে ,
আঁধারের বুক চিরে যে প্রেম হৃদয় নীড়ে
এসেছিল একদিন রাতে ।
সে রাত কেটেছে ঘোরে আকাশের চাঁদ ওরে
হাতে হাতে দিয়েছিল ধরা,
রাখিতে পারিনি তাহা সে প্রেমের ওম আহা
মনে হয়েছিল শরকরা ।
সেদিন নিশুতি রাতে স্বপন দেখিনু প্রাতে
জোছনা মলিন কলেবরে,
বলে যেন আয় চলে গভীর সাগর জলে
কত প্রেম জলকেলি করে ।
ঘুম ভেঙে সবে যেই দেখি তুমি পাশে নেই
চলে গেছ সকলের আগে,
মনের পাখনা দুটি উড়ায়ে তখনি ছুটি
তোমা তরে প্রেম মনে জাগে।
পাহাড় চূড়ায় চেপে তবে তুমি নাও মেপে
প্রেম সাগরের গভীরতা,
যক্ষের বিরহ ব্যথা চিরকুটে লেখা কথা
প্রেমিকের বেদন বারতা ।
একা তীরে বসে থাকি যাতনায় মুখ ঢাকি
এই শুরু নাকি এই শেষ,
হেসে ওঠে চাঁদ তারা প্রেমিকা পাগলপারা
এমনি আছি হে ভালো বেশ ।
অন্তরে বেদনা যবে বুক চিরে বের হবে
মন ভেঙে হবে খানখান,
তখনি প্রেমের খেলা শুরু হয় ভোর বেলা
চলে সারা রাত দিনমান।
অন্তরে অতৃপ্তি রবে সকালের প্রেম তবে
সন্ধ্যাবেলা হবে ঝিঙেফুল,
ঝিকমিক রোদে তা' যে কখনো লাগে না কাজে
প্রেম চির মরসুমী ভুল ।
প্রেম এক পর্ণমোচী কখনও সসঙ্কোচী
কখনো বা যমের অরুচি,
গণে পড়ে দৃঢ় হই শঙ্কিত চেতনে ওই
প্রেম শুধু মানসিক শুচি ।

