এখনো
এখনো
এখনো কি আমায় ভাবো,
একা বসে সন্ধ্যা হলে।
এখনো কি আনমনা মন তোমার,
আমার কথাই বলে?
এখনো কি রাত জাগো,
ভোর চারটে অবধি?
এখনো কি আনমনে ভাবো,
আমায় নিরবধি?
এখনো কি সকাল বেলায়,
ফুল কুড়াতে আসো?
এখনো কি আমায় ভেবে,
মুচকি দিয়ে হাসো?
এখনো কি পুকুর ঘাটের,
মধ্যিখানে বসো?
এখনো কি এই আমায়,
আগের মতোই ভালোবাসো?

