ওগো বিদেশিনী
ওগো বিদেশিনী
হয়তোবা তোমারই প্রেমে পড়ে,
আমি আজ হয়ে গিয়েছি বেহায়া।
কিন্তু;-
দুচোখ জুড়ে তোমার অন্যরকম মায়া,
তোমারই মাঝে খুঁজি সকল সুখের ছায়া।
চোখ বুজিলেই তোমার ছবি
ভেসে উঠে বিদেশিনী।
তোমার হাসি কখনো দেখিনি,
তবুও অনুভব করি তুমিই আমার সুহাসিনী।
আমার চারিপাশে তোমাকেই খুঁজি সারাক্ষণ,
হৃদয়ের সবটা জুড়ে তোমারই বিচরণ।
যেদিন দেখা হবে করবোনা কালক্ষেপণ।
বলবো ভালোবাসি তোমায়,
করবো আলিঙ্গন।

