STORYMIRROR

Md Firuz Mia

Romance Fantasy

3  

Md Firuz Mia

Romance Fantasy

কবিতা

কবিতা

1 min
216

কবিতা, তুমি কি

মনের গহীনের কল্পনা?

বুকের ভেতরে জমে 

থাকা অসহ্য যন্ত্রণা। 

তোমাকে চর্চার কারণে

শুনিতে হয় কত গঞ্জনা।

কবিতা,তুমি কি সোনার গহনা?

দূর পাহাড়ের ঝর্ণা।

অচেনা সুরের বাজনা।

তোমাকেই করি অর্চনা।

কবিতা,তুমি কি আমার

মনের ভিতরের বেহায়াপনা?

তাই বুঝি তোমাকে

করা যায়না গণনা।

কবিতা, তুমি কি আমার

নীরবে করে যাওয়া আরাধনা?

ব্যাকরণের রচনা।

তিলে তিলে গড়া

বহু বছরের সাধনা।


Rate this content
Log in

Similar bengali poem from Romance