STORYMIRROR

Ratnadeep Pramanik

Abstract Romance

4  

Ratnadeep Pramanik

Abstract Romance

হলদে রঙের শাড়ি

হলদে রঙের শাড়ি

1 min
1.0K

মাত্র দুটো পিছুটান –

তোমার হলদে রঙের শাড়ি,

এবং শাড়ির হলুদ রং! নইলে,

শব্দের ঘূর্ণিতে আমিও ফাঁকার মধ্যমণি,

নচেৎ ধুলো-মাখা বইয়ের তাক!

দৃষ্টি কুঁকড়ে যায় হলুদ আলোয়,

কঙ্কালগুলো মাটির ভেতর অট্টহাসি হাসে|

সানসেটে বসে একটি পাখি,

ঠোঁট দিয়ে ছবি আঁকে দেওয়ালের গায়ে|

একরাশ বৃত্ত অনবরত ঘুরপাক খাচ্ছে,

মাকড়শা সেজে তুমি জলের ওপর শুয়ে আছো কেন?

একোয়েরিয়ামে আঁকা খেলনা মাছগুলো,

অবাক হয়ে ফ্যালফ্যাল দৃষ্টিতে চেয়ে আছে!

উন্মাদ ঘোড়ায় সওয়ার ভাঙা অক্ষরগুলো,

ছুটে আসছে আমার দিকে; তাকিয়ে দেখো!

সবকিছু ছেড়ে হলুদ গোলার্ধের খোঁজে,

উড়ে যাবো ভাবছি ডানা মেলে! কিন্তু,

ঐযে, দুটো পিছুটান –

তোমার হলদে রঙের শাড়ি,

এবং শাড়ির হলুদ রং!

#lovelanguage


Rate this content
Log in

Similar bengali poem from Abstract