STORYMIRROR

Md Firuz Mia

Inspirational Others

3  

Md Firuz Mia

Inspirational Others

আত্মসাধন

আত্মসাধন

1 min
120

মানুষ তো উপর থেকে নয়,

অন্দরমহল থেকেই হারে।

নিন্দা করে লাভ কি বলো?

যদি সফলতা নিজেই,

কড়া নাড়ে আমার দ্বারে।

অতীতের যত ব্যর্থতা,

করে নিয়েছি বরণ।

দৃঢ় বিশ্বাস সফলতাকেই,

সবাই করিবে স্মরণ।

চাইনা মেনে নিতে হার কভু,

লক্ষ্যকে করবোই সাধন।

তাইতো চালিয়েছি কলম আমার,

মুক্ত করেছি সকল বাধন।

নীরবে নিভৃতে অন্তরালে,

সাধনার ক্ষুদ্র বৃত্তে। 

স্বরচিত কলমের কালিতে,

হাসি আমি নীরব চিত্তে।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational