Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

দিশাগ্নী বাগ্চী

Inspirational Classics

3.8  

দিশাগ্নী বাগ্চী

Inspirational Classics

আমি ভগবানকে দেখিনি তবে,

আমি ভগবানকে দেখিনি তবে,

1 min
1.0K


আমি ভগবানকে দেখিনি তবে,আমার সামান্যতম ইচ্ছেগুলোকেও বাস্তবের রূপ দিতে দেখেছি বাবাকে।

আমি ভগবানকে দেখিনি তবে, ভীষণ অসুখের সময়ে সারারাত মাকে জেগে থাকতে দেখেছি,

এবং ডাক্তারি ওষুধের চেয়ে মায়ের যত্নেই নিজেকে বেশি সুস্থ অনুভব করেছি।

আমি ভগবানকে দেখিনি তবে, সকলের চিন্তা একাই কাঁধে নিয়ে পুরো পরিবারের মুখে রোজ হাসি ফোটাতে দেখেছি বাবাকে।

আমি ভগবানকে ছুঁয়ে দেখিনি তবে,মায়ের কোলেই স্বর্গ-সুখ পেয়েছি।

আমাদের সব স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে করতে,হয়তো তোমরা কখনও নিজেদের শখ-আহ্লাদ-ইচ্ছে গুলোকেই আর প্রাধান্য দিয়ে উঠতে পারোনি,

আমাদের সব বাঁধা বিপদ থেকে আগলে রাখতে গিয়ে হয়তো তোমাদেরও যে বয়সটা বেড়েছে তোমাদেরও যে অতটাই যত্নের প্রয়োজন তা আর ভেবে ওঠা হয়নি,

নিজেদের শত অসুবিধের মধ্যেও আমাদের কখনও অভাবটা বুঝতে দাওনি।

তাই আমার আর কোনো মন্দির-মসজিদ বা গির্জায় ভগবানকে খোঁজা হয়নি,

তাই লোক-সমাজের কাছে আমি নাস্তিক হলেও,

আমি আমার মা-বাবাতেই ভগবানকে পেয়েছি।।


Rate this content
Log in

More bengali poem from দিশাগ্নী বাগ্চী