মুক্ত বিহঙ্গ
মুক্ত বিহঙ্গ


ধরিতে চাও কেন আমারে আমি যে মুক্ত বিহঙ্গ
উড়তে চাই আমি,শক্ত যে হয়েছে মোর অঙ্গ
শাখায় শাখায় করে কলরব,তোমার বাতায়নে প্রয়োজনে যাব ছেড়ে,থাকবো স্মৃতি সাজানো অঙ্গনে
নিজের হাতেই করেছ জীবনের একি সর্বনাশ দেখা নাহি যায় মিটিবে কেমনে নিবিড় আশ
চারিদিকে শুধুই উড়ছে ধোঁয়া দেখিছে হাহাকার
মনুষত্ব আজ বিকায় ধুলায় ,নেই কোন প্রতিকার।
সবুজ বনান্ত ভূমি যাচ্ছে সরে পিছে
শুষ্ক শাখে তপ্ত হাওয়ায় মেলে
শীতল ছায়া নাহি পরে নিচে
মেঘেরা যায় উড়ে ডানা মেলে।
পায়েস শৃংখল যাক ছন্দ হারায় দ্বন্দ্ব বাধার প্রাণে গেছে কেটে তাল, করুণ জীবনের হাল
তাল না মেলে তানে।
চাহিনা থাকিতে রেখোনা ধরে, বিষম বাঁধা জাগায় ধাঁধা
দাও ফিরায়ে পুরাতনেরে, রুদ্ধ ঘরে প্রাণ রয়েছে বাঁধা।
পশ্চাতে আর চাইনা, ছাড়ায়ে বাঁধা
দিয়েছি চপল তুলি
লুপ্ত সুরের ছায়ার তলে, নতুনের সুর বাঁধি
ব্যাথা যাই ভুলি।