মনের গোপন
মনের গোপন
জামিনী ফিরে এলো যেই কারোর দেখা নেই
ঘুরছিল যারা চারিপাশে উধাও হয়ে গেল কই?
কঠিন মনের গোপন বাসনা ওরা চেনেনা রাতের অন্ধকারে,হৃদয়ের রং তারা লাগাতে জানে না।
চোখ বাঁধলে হাত বাঁধলে, কি মনকে বাঁধা যায় সীমার মধ্যে যায় না রাখা, সঙ্গ পেতে চায়
জামিনীতেই যায় রে লুকানো মনের যত ব্যথা মুখ দেখে বোঝা নাহি যায়,বলবো কারে সে কথা।
দিলাম না চোখে তে কালি,দিল কালি কলঙ্কের জ্বালা
কলঙ্ক না হয় হইলো সে মোরি অঙ্গের মালা ভেবেছিলেম বলবো তারে সংকট হতে বাঁচাও মোরে
নিষ্ঠুর সম্মুখ হতে,হেলায় গেলে যে সরে।
জানে না সান্ত্বনা ফুরায় বেলা,সন্ধ্যা আসে নেমে
বলিব কারে কারে সঙ্গী হারায় সব কথা গেছে থেমে
শুনতে গিয়ে দলিছ মোরে, কথার আভাস পেয়ে
সাধ জাগে ব্যথা কমাবো এবার,বলার পথ বেয়ে।
গোপনে করিতে পান, গরলের এর অন্তরালে দিওনা ঠেলি
বিরহ আমার ছল,এ কথা বলে গেলে কেন চলি?
পর করে দিওনা তুমি অসহায়তায় ভরে শূন্য করে
শুনিবে বলে জাগিয়ে আশার আলো, মাঝপথে যাও রেখে আমারে।
