এমনি হঠাৎ!
এমনি হঠাৎ!
সকাল বেয়ে সন্ধ্যে নামে
বিকেলের বুক চিরে
চেনা মুখ খুঁজি সময়ের ভিড়ে!
ট্রেনের জানলা দিয়ে মেঘ গুনতে গুনতে,
বিদ্যুৎ-এর গর্জন পেলাম শুনতে!
ধানের মাঠে উদ্দাম নেচে চলেছে বৃষ্টি,
আহা কি সুন্দর, এ অনাস্ৠষ্টি!
এমন বাধ্য পাগলামিতে সাড়া দিয়ে মন বললো,
'অনেক তো হেঁটেছি রাজপথে
এবার না হয় একটু হাঁটলাম জীবনের আলপথে..
এবার মুখোমুখি হব নিজের সাথে
দেখা হবে কোনো এক অজানার সাথে, কোনো এক অচেনা মাঠে..
যেখানে পাবো নিজের পরিচয়
যেখানে ঘুম ভাঙে ভোরের আজানে
সন্ধ্যে নামে শাঁখের চেনা সুরে..
দেখা হবে সেই অচেনা মাঠে, বন্ধু...