নির্বাসন
নির্বাসন


শহর গেছে শহর ছেড়ে,
বনপলাশীর দেশে,
তোমার ঠোঁটের গোপন লেখা,
আমার ঠোঁটে মেশে।
বুড়ো মেঘের দাপাদাপি দেখছিলাম ঈশান কোণে,
আমার ভেজা চুলে তোমার গন্ধ,
বৃষ্টি নামুক আমাদের মনে।
বসন্ত দেয়নি, বর্ষার হাতছানিতে ছুঁয়েছি তোমার মন,
পেয়েছি তোমায়, দুঃখ গেছে নির্বাসন।