গোলাপ চাই
গোলাপ চাই


আজ সারাদিন মেঘলা আকাশ,
ভীষণ বজ্রপাত,
মেঘ কি শুধুই আকাশ-জুড়ে,
মন ও নিয়েছে মেঘের সাজ।
তুষের জ্বালায়, বুশের আগুন
ছড়াল দাবানল,
কোয়ালা, হরিণ, গাছ-পালা,
মাটির বুকে হচ্ছে যে বিরল।
শুধু যে আগুন পোড়াচ্ছে না উদ্ভিদ আর পশুপাখি,
দাবার চালে অনল ছড়ায়,
মানুষের মগজেও,
আর আমরা তার সাক্ষী।
শিক্ষার পীঠস্থানে শিক্ষার্থী নাকি দেশদ্রোহী,
বই -এর ভাঁজে গোলাপের বদলে আজ রক্ত।
সত্যি বললে, কাঠগড়ায় দাঁড় করানো হয়,
মিথ্যে বললে পরানো হয় ফুলের মালা।
ভুয়ো সংস্কার করেছে, সংস্কৃতিকে কোণঠাসা।
বুশের অগ্নি হোক, কিংবা ধর্ম-তুষের বহ্নি,
আগুন লেগেছে দুদিকেই..
এ মারণ আগুন নেভাতে হবে,
আর তাই, চাই, ছাই-চাপা পড়ে থাকা জ্ঞানের ফুল্কিকে নিরন্তর হাওয়া করা,
চাই বন্দুকের নলের ডগায় অজস্র গোলাপ।