নিকোটিন আর গোলাপ
নিকোটিন আর গোলাপ


ঠোঁটের কোণায় জ্বলছে আগুন, উড়ছে ধোয়া, পুড়ছে বুক,
মন জানে না মনের কথা, হয়েছে মনের খুব অসুখ।
কবর খুঁড়ে খবর যে পাই, তোমার আমার ভালবাসার-
ঘোলাটে চোখে, গেলাস হাতে পুরোনো প্রেমের নিহত আশা।
আঙুলের ফাঁকে তোমার রেখে যাওয়া আদর আর শিরায় শিরায় নিকোটিন,
তোমার প্রেমের চোরা স্রোতে, আমি আজও ভাসি বল্গাবিহীন।