অচিনপুর
অচিনপুর
স্বপ্ন পূরণের অব্যক্ত ধ্বনি,
শুনছি আজও দেয়ালের ওপারে।
নয়ন দুটো কাঁদছে তবু,
প্রিয়মুখ গুলোর তরে।
প্রিয় কিছু মুহূর্ত গুলো,
স্মৃতি হয়ে আছে হৃদয় পাতায়।
সময় বৃদ্ধ বলে,
নিয়ে এসেছি বিদায়।
অশ্রুসিক্ত নয়নে আজ,
কান্না ঝরে রোজ।
পরিচিত সব মুখগুলো,
ক্ষণিকের তরে নিখোঁজ।
বিষাদ ছিলো রন্ধ্রে রন্ধ্রে,
কথায় কথায় দিতাম আড়ি।
সেই আমিটাও ঘর ছেড়েছি,
ছেড়ে এসেছে বাড়ি।
