STORYMIRROR

Md Firuz Mia

Abstract Romance Thriller

3  

Md Firuz Mia

Abstract Romance Thriller

পরের জনমে

পরের জনমে

1 min
181

পরের জনমে খবর দিও, সুখের ভাগ নিতে আসবনা।

আসবো কেন জানো?

 দুঃখের ভাগ নিতে।


পরের জনমে পত্র দিও, 

লিখে আপন হাতে।

পরের জনমে বকা দিও,

একটু শাসন করো।

অল্প একটু মায়া দিও,

 একটু হাসি দিও।


চাইলে;-

পরের জনমে একটু কষ্ট দিও,

ইচ্ছে হলে একটু দুঃখও দিতে পারো।

তবুও ছেড়ে যেয়োনা আমায়,

এই পাগলটা বড্ড ভালোবাসে তোমায়।              


Rate this content
Log in

Similar bengali poem from Abstract