পরের জনমে
পরের জনমে
পরের জনমে খবর দিও, সুখের ভাগ নিতে আসবনা।
আসবো কেন জানো?
দুঃখের ভাগ নিতে।
পরের জনমে পত্র দিও,
লিখে আপন হাতে।
পরের জনমে বকা দিও,
একটু শাসন করো।
অল্প একটু মায়া দিও,
একটু হাসি দিও।
চাইলে;-
পরের জনমে একটু কষ্ট দিও,
ইচ্ছে হলে একটু দুঃখও দিতে পারো।
তবুও ছেড়ে যেয়োনা আমায়,
এই পাগলটা বড্ড ভালোবাসে তোমায়।

