অদ্ভুত জীবনচক্র
অদ্ভুত জীবনচক্র
মন ভোলা রোগে রোগাক্রান্ত হয়ে,
অজান্তেই হারিয়েছি নিজেকে।
কালের বিবর্তনে বিবর্তিত হয়ে,
গড়েছি আমার আমিকে।
ঘরকোণোই ছিলেম সারাজীবন,
বাহিরের আলো-বাতাস পাইনি।
ন্যায়-অন্যায় বুঝার,
ক্ষমতা আজোও হয়নি।
যেখানে বৃদ্ধির আশা ছিলো,
সেখানে হয়েছে অধিক ক্ষয়।
অনেক হারিয়েছি ভাঙা গড়ায়,
হিসেব বিহীন আজ জয়-পরাজয়।
সমুদ্র জলে করেছি স্নান,
তাই দ্বিধাগ্রস্ত শরীর অম্লান।
ঘুম ভেঙে রোজ সকালে বেলীর ঘ্রাণ,
পাখির ঠোঁটে মুক্ত সুরের স্লোগান।
অগণিত শব্দের নিষ্ঠুরতা,
অশান্ত দুটো আঁখি।
আমার অদ্ভুত জীবনচক্র,
একান্তেই অন্তরালে লুকায়িত রাখি।

