বন্ধন
বন্ধন
তোর আর আমার প্রেমালাপনে,
হারিয়ে যাবো বহু দূরে।
কাজল করে রাখবো তোরে,
জড়িয়ে নেবো বাহুডোরে।
কখনো যাবোনা তোরে ছেড়ে,
আসবো শুধু ফিরে ফিরে।
তোরই দুহাতের আঙুল ধরে,
ভালোবাসবো যতন করে।
এই পৃথিবী যাবো ছেড়ে,
রাখতে পারবিনা আমায় ধরে।
ক্ষমা করিস আমায় মোরে,
দেখা হবে পরপারে।

