কবিতা লিখতে ভুলে গিয়েছি
কবিতা লিখতে ভুলে গিয়েছি
একটা কবিতা লিখবো ভাবছি,
কিন্তু সময়ই হয়ে উঠছেনা।
আজ একটু সময় নিয়ে বসেছি,
তবে ভাবনা টুকু কিছুতেই মিলছেনা।
রাতের আধাঁরে,চাঁদের আলোয়,
একা একাই ভাবতে বসেছি।
তবে কবিতা যে কিছুতেই মাথায় আসছেনা,
তবে কি আমি?
কবিতাকে অনুভব করতে ভুলে গিয়েছি।
নাকি মনের অজান্তেই,
কবিতা লিখতে ভুলে গিয়েছি।

