STORYMIRROR

Md Firuz Mia

Romance Fantasy

4  

Md Firuz Mia

Romance Fantasy

ভালো থেকো

ভালো থেকো

1 min
395

তুমি ভালো থেকো

আর জালাতে আসবনা,

সুখে থেকো তুমি

সুখের ভাগ চাইবনা।


হাসি-খুশি থেকো তুমি

কাঁদাতে আসবনা,

খুব ভালো থেকো তুমি

আর কখনো আসবনা।


চলে যাচ্ছি অনেক দূরে

দূর থেকে বহুদূরে,

জানো তুমি কতটুকু দূরে?

তোমার থেকে লক্ষ কিলোমিটার দূরে।


নেই কোন অভিযোগ

নেই কোন অভিমান,

তাই তোমাকে ভেবে

আর কাঁদবনা।


ভালো থেকো তুমি

ফিরে আর আসবনা।


Rate this content
Log in

Similar bengali poem from Romance