ভালো থেকো
ভালো থেকো
তুমি ভালো থেকো
আর জালাতে আসবনা,
সুখে থেকো তুমি
সুখের ভাগ চাইবনা।
হাসি-খুশি থেকো তুমি
কাঁদাতে আসবনা,
খুব ভালো থেকো তুমি
আর কখনো আসবনা।
চলে যাচ্ছি অনেক দূরে
দূর থেকে বহুদূরে,
জানো তুমি কতটুকু দূরে?
তোমার থেকে লক্ষ কিলোমিটার দূরে।
নেই কোন অভিযোগ
নেই কোন অভিমান,
তাই তোমাকে ভেবে
আর কাঁদবনা।
ভালো থেকো তুমি
ফিরে আর আসবনা।

