STORYMIRROR

Nabanita Patra

Inspirational

5  

Nabanita Patra

Inspirational

মনুষ্যত্বের পরিচয়

মনুষ্যত্বের পরিচয়

1 min
547

অন্ধ কূপে বন্ধ থাকা,

সংকীর্ণ মনের কিছু মানুষের দল,

মুক্ত হও খুলে এবার,

মনের ওই বন্ধদ্বার।


মিটিয়ে এবার লোভের তৃষ্ণা,

করুণা ধারায় ভাসাও।

মানুষ যখন হয়েছি আমরা,

তবে মনুষ্যত্বেরই পরিচয় দাও।


খালি হাতে এসেছি সবাই,

খালি হাতেই হবে যেতে।

তবে চাওয়া-পাওয়ার খেলায় মেতে,

কেন জীবনের আলো যায় ফুরিয়ে?


কটাদিন তো ঘুরতে আসা,

জীবনের এই নাট্য মঞ্চে,

শেষ করে নিজের অভিনয় পর্ব,

ফিরতে হবে শুয়ে মৃত্যুর পালংকে।


তবে কিসের এতো ভয়?

মৃত্যু যখন পরম সত্য,

মনের মধ্যে দৃঢ় করে এই তত্ত্ব,

অবিরাম এগিয়ে চলো হয়ে নির্ভয়।


সংক্ষিপ্ত এই জীবন যাত্ৰায়,

বৃথা সময় নষ্ট না করে,

এমন কিছু কর্ম করে,

সুবর্ণ অক্ষরে লিখে যাও,

নিজের আত্মপরিচয়।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational