STORYMIRROR

Nabanita Patra

Tragedy Others

3  

Nabanita Patra

Tragedy Others

অন্তিমযাত্রা

অন্তিমযাত্রা

1 min
352

যখন আমি যাবো চলে,

পড়বে তখন মা আমায় মনে।


স্মৃতি গুলো অশ্রু হয়ে পড়বে তখন ঝরে ঝরে,

তোমার আঁখির দুয়ারখানি খুলে।


যখন আমি ভবলীলা সাঙ্গ করে

পাড়ি দেবো মা দিগন্ত,

তখন তুমি খুঁজবে আমায় চারিপাশে অনন্ত।


দেহহীন অস্তিত্ব নিয়ে দেখবো আমি তোমায়,

তুমিও আমায় খুঁজো মা তোমার আঁখির তারায়।


তোমার অবদান পারবনা ভুলতে ওপারেতে গিয়েও,

তোমার কোলেতে জুড়াবে প্রাণ শেষ নিঃশাস হলেও।


তুমি মা আমার কাছে সবার চেয়ে দামী,

তাই জীবনের সব মুহূর্তে তোমাকেই ভালোবাসি আমি।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy