STORYMIRROR

Nabanita Patra

Abstract Fantasy Others

3  

Nabanita Patra

Abstract Fantasy Others

আমার প্রাণের শহর

আমার প্রাণের শহর

1 min
328

আমার শহর, প্রেমের শহর,

নাম কলকাতা,

রূপে, গুনে আজ হয়েছে সে তিলোত্তমা।


ছোট থেকেই দেখছি তাকে নানা রূপে, রঙে,

এই শহরের মানুষ প্রেমের ভাষা জানে।


নানা ধর্ম ও জাতির মানুষ এই শহরে এক সাথে চলে,

জীবন সংগ্রামে দাঁড়ায় একে-অপরের পাশে সব ভেদাভেদ ভুলে।


বারোমাসে তেরো পার্বন বাঙালীদের পরিচয়,

আমার প্রিয় শহর সাজে তাই ষোলআনা বাঙালীপনায়।


দুর্গাপূজার ভিড় কিংবা বড়দিনের উৎসব,

আমার শহর সব কিছুতেই একনম্বর।


হাজার দুঃখ, দারিদ্র ও ব্যস্ততার মাঝে,

আমার শহর সর্বদাই প্রাণ খুলে হাসে।


বহু ইতিহাস বুকে নিয়ে,

স্থাবর দাঁড়িয়ে আমার এই প্রাণবন্ত শহর,

বাংলার মাটিকে স্বাধীন করতে এই শহর জেগেছে কত প্রহর।


আমার প্রাণের শহর আধুনিকতাকে পরিপূর্ণ রূপে করেছে গ্রহণ,

নিজের সক্রিয় সত্ত্বাকে ধরে রাখতে সহেছে অনেক দহন।


সময়ের সাথে তাল মিলিয়ে চলছে আমার শহর,

কিন্তু আজও একইভাবে তার ঐতিহ্য ও সংস্কৃতিকে করে সমাদর।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract