STORYMIRROR

Nabanita Patra

Others

3  

Nabanita Patra

Others

বন্ধু তুমি আছ কেমন

বন্ধু তুমি আছ কেমন

1 min
363

অজানা পথের ধারে,

দেখা হইল তোমার সাথে,

পুরোনো সব স্মৃতিগুলো পড়িল আবার মনে।


নিজেকে নিলাম সামলে আবার,

তুমি যে আর নও আমার,

অনেক বছর গিয়াছে পেরিয়ে।


তবুও অবুঝ মন, মানেনা বাঁধন,

চায় শুধু জানিতে,

বন্ধু তুমি আছ কেমন?


ভিড়ের মাঝারে শব্দ হইয়াছে নির্বাক,

ভাবিতেছি আমি হইয়া অবাক,

কেমনে সুজন ভুলিয়াছ আমারে,

বেদনার তরী ভাসায়ে।


করি শুধু এইটুকু আশা,

দূরে সরাইয়া সব নিরাশা,

যতই আঁধার হউক না কালো,

বন্ধু তুমি থাকিও ভালো।


Rate this content
Log in