STORYMIRROR

Nabanita Patra

Inspirational

4  

Nabanita Patra

Inspirational

জীবনের মানে

জীবনের মানে

1 min
277

কতগুলি বছর কেটে গেছে চোখের পলকে,

সুখ ও দুঃখের মুহূর্তগুলি উড়েগেছে নিমেষে।


যাদের আমি বেসেছি ভালো,

রেখেছি হৃদয় মাঝে,

তারাও এসে আজ চলেগেছে দূরে নীল আকাশে।


কিন্তু পৃথিবী থামেনি কখনো,

আমিও চলেছি অবিরত।

জীবন তো সহজ ছিল না,

ছিল সংগ্রামে ভরা,

কিছু মুহূর্ত ছিল স্মৃতিকর আর কিছু সময়কে ভুলে যাওয়া।


তবুও কখনো মানিনী হার,

এটাই তো জীবনের সার,

নিজের মার্গ করেছি প্রশস্ত,

পেরিয়ে বাধা সমস্ত।


যতই আসুক না রাত্রি কালো,

মিলবে নিশ্চিত নতুন ভোরের আলো।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational