মিষ্টি ভাইপো আমার
মিষ্টি ভাইপো আমার
বড়দিনের শুভক্ষনে পেলাম অমূল্য উপহার,
আলো করে ঘর, এলো ছোট্ট ভাইপো আমার।
প্রথম যখন হাত বাড়িয়ে নিলাম কোলে তাকে,
মাতৃত্বের এক অচেনা অনুভূতি স্পর্শ করলো আমাকে।
একটু একটু করে যখন সে বাড়ে,
মনের মধ্যে তাকে নিয়ে নানা স্বপ্ন জাগে,
বাবার মত সেও আমায় "মা" বলে ডাকে।
তার সাথে খেলে, দিন আমার কখন যে যায় কেটে,
ছোটবেলার দিনগুলো সব পড়ে যায় মনে।
তার নির্মল হাসি দেখে,
মনে হয় বাবা এসেছে ফিরে।
নানা দুস্টুমিতে ভরা,
মিষ্টি ভাইপো আমার,
আমি যে তার পরম বন্ধু,
সে আমার আকাশের ধ্রুবতারা।