STORYMIRROR

Nabanita Patra

Fantasy Inspirational Others

4.0  

Nabanita Patra

Fantasy Inspirational Others

অন্তরাত্মা

অন্তরাত্মা

1 min
185

কে তুমি?

কুয়াশার আড়ালে লুকাইয়া আছ,

আমি চিনি তোমারে,

তুমি যে সহজ মনের ভাষা,

তুমি যে বাধ্যহীনতা,

তুমি উন্মুক্ত মনের আশা,


তুমি হইতে পারিবেনা অন্যের মত,

অন্যেরা হইতে পারিবেনা তোমার মত,

কারণ তুমি তোমার মত।


তোমার হৃদয়ে আছে অনেক ক্ষত,

সহ্য করিয়াছ প্রতিনিয়ত।

আঘাতে আঘাতে তুমি হইয়াছ আজ অনন্য।


তোমার মধ্যে আছে অপ্রকাশিত শক্তি,

আর আছে কিছু সংশয়াতীত ত্রুটি,


কেউ তোমাকে ভাবিয়া থাকে অহংকারী,

কেউ বিস্ময় সহকারে চাহিয়া থাকে দেখিয়া তোমার অট্টহাসি।


কিন্তু তুমি কাহাকেও করিতেছনা গ্রাহ্য,

আপন মনে গড়িয়াছ নিজের সাম্রাজ্য।

কারণ তুমি জানিয়াছ,

তুমি যে সেই পরমাত্মারই অংশ।



साहित्याला गुण द्या
लॉग इन

Similar bengali poem from Fantasy