বীর সেনাপতি বিবেকানন্দ
বীর সেনাপতি বিবেকানন্দ


বীর সেনাপতি বিবেকানন্দ দাঁড়ায়ে রয়েছে স্থির,
যুবসমাজের প্রতীকরূপে সদাই আছো হে বীর।
ছেলেবেলায় বিলে নামে ছিলে ডানপিটে দুরন্ত
বড়ো হয়ে তুমিই হলে জাতির মেরুদন্ড।
রামকৃষ্ণের শিষ্য তুমি বীর্যে সুগম্ভীর,
বিপদ এলেও ভয় পাও না এমনিই তুমি বীর।
শিকাগো মহা ধর্ম-সভায় বক্তৃতা দিলে এমন,
মুগ্ধ না হয়ে পারে না কেউ মানুষ হোক তা যেমন।
" জীব সেবাই শিব সেবা "বলে গিয়েছো তুমি,
আসল মানুষ কাকে বলে,দেখিয়ে দিয়েছো তুমি।
তোমার পথেই চলি যেন সদা সর্বদা,
দেশের কাজে কখনো যেন আসে না ব্যর্থতা।