কাঠুরিয়া
কাঠুরিয়া


হোলি খেলছো ধুসর রঙে, একি রঙ্গ!!
শব্দ সঙ্গীহীন তাই ছন্দে নেই,
এক আকাশ কথা অভিধানে ছড়িয়ে গেল কবিতা হলোনা।
ঘিলুর গভীরতর ঢেউ ভেঙে খানখান।
অশ্রু জলের ফোঁটা হয়ে শুকিয়েছে যখন;
বসন্তবৌরি ডেকে গেছে, "খনিকের অতিথি" কে।
সেই ডাক ভেসে গেছে বাতাসে, দুরে কোনো খানে।
হয়তো মেঘদূতের কানে পৌঁছবে সেই ডাক।
ঘুম জেগে শুনবে সেই বার্তা।
ভুল করে ভালোবাসা, ক্ষনিকের মোহ, জলের আলপোনা নয় শুধু।
ক্ষতি শুধু বিশ্বাসের।
ভারি হয়েছে জ্ঞানের ঝুলি।
অভীজ্ঞান সম্পদ নয় শুধুই বোঝা।
সে বোঝা টানতে হয় তিন'পায়ে,
মেঘ সরে গেলে, তারাদের হাতছানি দেখা জ্যোতিহীন চোখে।
গাছে গাছে ডালপালা খসে পড়ে, কাঠুরিয়া আসে।
ফোকলা হাসিতে শেষ শুরু হয়।