STORYMIRROR

Sougat Rana Kabiyal

Abstract Classics

4  

Sougat Rana Kabiyal

Abstract Classics

মখ-মহলের ভিখারি রাজা.....

মখ-মহলের ভিখারি রাজা.....

1 min
254

মখ-মহলের ভিখারি রাজা.....

----সৌগত রাণা কবিয়াল


অন্ধ পৃথিবীর বুকে আরশি ধরেছি....!


বোকা হ্যামিলন আজও বাঁশীতে সুর তুলে যায়...!


মহাজগতের বইছে হাসির রোল,

আমি কি করে হাসতে পারি বলোতো....?


স্বপ্ন দেখেছিলাম সেই কৈশোরে.. 

আমি পাখির মতো নীল আকাশে শরীর ছেড়েছি.....!


জন্ম,মায়া,প্রেম, ভালোবাসা, সংসার, কর্ম, জীবন আর মৃত্যু...

সবটার রঙ কোথাও যেন ঠিক নীল.....!


বাতাসে ইচ্ছেদের জন্ম হয়..

মানুষের বুকেই সেই ইচ্ছেদের মৃত্যু....! 


সহমরণ পৃথিবী ছেড়েছে বহুকাল.. 

কিন্তু মন ছাড়তে ভুলে গেছে.......!


'ভুলে যাও', 

বলে দেয়া যায় খুব সহজেই....


কিন্তু মৃত্যু পায় তোমার,

যেদিন নিজের ভোলার দিন আসে.....!


Rate this content
Log in

Similar bengali poem from Abstract