শব্দহীন প্রচ্ছদ
শব্দহীন প্রচ্ছদ


নিরালায় এক কাপ নিঃসঙ্গতা নিয়ে..
স্মৃতির পুরোনো উপন্যাস খুলে বসি..!
সেখানে গুটি গুটি ক্রমশ তোমার
শরীরের অস্তিত্ব ফুটে ওঠে...!
অজানা অথচ খুব চেনা কোন দীঘির পাশে..
ঘাসের চিবুকে গা এলিয়ে আমরা আমাদের
'কাছে টানা' নীরব বর্ণ পরিচয় শেষ করে..
ভালোলাগার রূপবতী প্রকোষ্ঠে প্রবেশ করি...!
খুব কাছের বাতাসে দুটো লাল হলুদ প্রজাপতির
পরস্পরকে জড়িয়ে ধরার আপ্রাণ খুঁনসুটি দেখতে দেখতে..
হঠাৎ বেসামাল আমাদের হাত জড়িয়ে যায় আনমনা ভরসায়..!
প্রাণ সখী তুমি সুখের অনুভূতি লুকিয়ে মুখ তুলে
আমার নীল পাঞ্জাবির সাদা বোতামের ফাঁকে
নীল সুতোয় তোমার পরম মমতার চোখ রাখো...!
মুগ্ধ যুগ পুরুষ আমি অপলক তোমায় অনুভব করতেই,
হঠাৎ এক হাত কাঁচের চুড়ি শব্দ করে
আমার বুকের দিকে এগিয়ে আসে..!
>
তুমি ঠোঁটে আলতা মায়া নিয়ে বলো..
" তোমার বোতামটা কিছুটা ছিড়ে গেছে..
এক মিনিট দাঁড়াও..আমি ব্যাগ থেকে
সুতো বের করে শেলাই করে দিই...
তা না হলে বোতামটা হারাবে যে"..!
আবরণের শরীর সারাই শেষে তুমি মুখ এগিয়ে
তোমার মায়াবতী ঠোঁটের আড়ালে দাঁতে সুতো কাটো...
আমার বুকের শরীরে তোমার উষ্ণ নিঃশ্বাসে..
বুভুক্ষু প্রেমিক আমি ভালোবাসার পাতায় চোখ রাখি...!
দীর্ঘ অপেক্ষার আমাদের এই গল্পটার গভীর রাতের
জন্য মরিয়া হয়ে অপেক্ষা করতে করতে....
আমি ক্রমশ সময়ের পাতা উলটে যাই...!
হঠাৎ মনে পড়ে যায়..
সেদিন এক মধ্য দুপুরের একলা আমিতে আমার মন বলেছিলো..
" এবার তোমার নিজেকে ভালোবাসার সময় এসেছে "..!
শব্দহীন প্রচ্ছদ...
-- সৌগত রাণা কবিয়াল
কাব্যগ্রন্থ -কবিতার আনুষ্ঠানিকতা