STORYMIRROR

Sougat Rana Kabiyal

Drama Tragedy

4  

Sougat Rana Kabiyal

Drama Tragedy

চেনা অচেনা-( কথোপকথন)

চেনা অচেনা-( কথোপকথন)

4 mins
271

প্রথম ================
 আলোর অমর রঙ কি জানো..?
 কি..?
 সাদা...
 কি করে...?
 তুমি মেঘের জন্য কখনো অপেক্ষা করেছো..?
 সে আবার কেমন অপেক্ষা.?
বৃষ্টির..?
 না..
উঠোন জুড়ে ফড়িং এর মুক্তি সুখের মতো...
 তুমি যেন কেমন অদ্ভুত কথা বলো..
অকারণ কথা..
কিন্তু ভালো লাগে শুনতে....
 আজ বরং আসি..
 তুমি উত্তরটা গুছিয়ে রেখো কাল শুনবো...!

 ✪✪✪✪✪✪✪

 দ্বিতীয় ==================== বৃষ্টি এলো বুঝি..?
 কই নাতো....
 বলোতো ইশ্বরের গন্ধ কি..?
 বিশ্বাস..?
 মুহু..
 তবে...?
 সুখ.. বুকের ভেতরের সাদা পাখিটাকে উড়িয়ে দেয়ার সুখ...
 আবীর, তোমার ক্লাসে ক্যালকুলাস ভালো লাগতো...
 হঠাৎ অংক বলছো যে...?
 মাঝে মাঝে মনে হয় তোমার খুব বুদ্ধি... ঠিক সে-রকম নয়..
ক্যালকুলাসের ক্লাসে আমি যতোটা হিসেব শিখতাম, তার চাইতে অনেক বেশি শিখতাম নিজের ভেতরের অনুভূতিকে..

 এ আবার সেই ধাঁধা..
ক্যালকুলাস আর প্রেম..??
দুটো মেশাও কি করে..??
 তৃষ্ণা ম্যাডামের শাড়ির পাড়ে নীলের উপর শিউলি ফুলের নকশা ছিলো... পেছনের বেঞ্চ থেকে বিশ্বজিৎ এর ছুড়ে দেয়া অশ্লীল চিরকুট সেই শিউলি ফুলের গায়ে আছড়ে পড়লে.. তৃষ্ণা ম্যাডাম আলতো করে সেই চিরকুট মাটি থেকে তুলে টেবিলের চকের পাশে রেখে মৃদু হেসে আবার বোর্ডের দিকে মুখ গুঁজে দিতো....
 মেয়েরা সব বোঝে...
 তারচাইতে বড় ক্ষমতা হচ্ছে তোমরা সব সামলে নিতে পারো..
 তবুও কি সব সামলানো যায়...?
আমি আজ উঠবো...
 আচ্ছা..
পায়ের পাতায় আলতো চাপ দিয়ে যেও ঘাসে..
 কেন..?
 দেখতে পারছো না..
ঘাসের উপর ফুলের শিশু ফুটছে.....!

 ✪✪✪✪✪✪✪

 তৃতীয় ================

 মুখার্জি বাবু.. আলোকে দেখেছেন..? আলোক বন্দোপাধ্যায়..?
 হুম...
ছোট চুল..কানে হেডফোন..
 এইতো, একটু আগেই উঠে গেলেন এখান থেকে...
 ও... আচ্ছা উনার বিষয়টি কে দেখছেন..?
 গাঙ্গুলি প্রমুখ... মনে হচ্ছে হয়ে যাবে.. হুম..হয়ে গেলেই ভালো..
মানুষের তৃপ্তি লুকিয়ে থাকে তার যন্ত্রণায়...
 মানে...??
বুঝলাম না..

 কিছু না..এমনি বললাম...!

 ✪✪✪✪✪✪✪✪✪✪

 চতুর্থ ===========

 কতক্ষণ এখানে...?
 এইতো এক দুপুর...
 স্কুল যাওনি আজ..?
 নাহ...
 মন খারাপ..?
 কই নাতো...?
 আচ্ছা.. তোমার ভিসার কি হলো...?
 মনে হয় হয়ে যাবে...
 বাহ...
 আজ এখানে অনেক ভীড়.. সোমবারটাতে এমন হয়...
 সবাই বাঁচতে চায়...
 আসলেই কি বাঁচা যায়...?
 যায় তো...
তুমি কখনও শহরে রাতে একা হেঁটেছো...?
 নাহ..
তবে ইচ্ছে ছিলো খুব..
 মেয়েদের সব ইচ্ছে পূর্ণ হতে নেই...

 কে বললো..?
এই যে তোমার ইচ্ছে পূর্ণ হতে যাচ্ছে... সত্যিই কি তাই..?
 আচ্ছা আলো, আমরা সবাই কেন একভাবে ভাবতে পারিনা বলতে পারো..?

 সবাই যে এক নই...
 আমার তো মনে হয় আমরা সবাই এক, ভিন্নতা শুধু অবস্থানে..
 পাতার মতো...
 হুম...
সবুজ থেকে ধূসর..
 এক লম্বা পথ....
 দেশে ফিরে কি করবে..?
 আমার যাওয়াটা ফেরা নয়...
 তবে..?
 বলতে পারো প্রায়শ্চিত্ত..
 কষ্ট হচ্ছে..?
 ছেলেটার পায়ের পাতায় এখনও জোড় আসেনি তেমন..
হসপিটাল কেয়ারে ওকে রেখে যেতে ভয় করছে....
 ভয় কিসের..
তুমি তো তাড়াতাড়িই ফিরবে...
 জানি না..
 যদি না ফিরতে পারি...
 তাহলে যাচ্ছো কেন..?
 টাকাটার আমার ভীষণ দরকার..
 বাড়ীটা বিক্রি করলে অনেক সহজ হবে... কোনটা..?
ছেলেটার বেঁচে থাকা..?
না তোমার..?
 হাহা..
জীবন কখনো কি কাওকে দুটো পৃথিবী দেয়..?
 তা দেয় না..
 হয়তো মানুষ এখনো দুটো পৃথিবী সামলানোর মতো ক্ষমতা অর্জন করেনি...!
 সেই..
আবীর তোমার কষ্ট হয় না..?
 হয়..খুব বেশি কষ্ট হলে আমি চোখ বন্ধ করে থাকি...
 তাতে তো কষ্টগুলো আরও হুল ফোঁটায়.. নাহ..
আমাকে আমি নানান রঙ্গের ফুল করে রাখি..
 তখন কষ্টগুলো হুল ফোঁটানোর বদলে পরাগের প্রেমে পড়ে যায়...
 হাহা..
তুমি বড্ড অদ্ভুত তুড়ি মেরে উড়িয়ে দিতে পারও সব...
 সব কি আর উড়ানো যায় আলো..?
 আজ তাহলে যাওয়া যাক..
অন্ধকার হয়ে এসেছে...
 একদম..শোনো...
 হুম..
এই প্যাকেটটা নেবে..?
 কি আছে এতে..?
 এখানে একটি ঠিকানা আছে...
 আচ্ছা...!

 ✪✪✪✪✪✪✪✪

 পঞ্চম ==========

 চা খাবে..?
 না আমি একটু আগেই নিয়েছি..
 দুবার নেয়া বারণ বুঝি..?
 এই মা, না না তা কেন হবে..
তুমি বলো..
তবে চার চামচ চিনি...হিহি..
 আজ দুপুরটা কেমন শান্ত..
 হুম...
 তুমি তো পরশু যাচ্ছো.....?
 হ্যাঁ...
 মেয়েটাকে কি এখানে নিয়ে আসা যায় না..??
 আমার ততো সামর্থ্য নেই যে..
ভিসার মেয়াদ বাড়ালে হয়তো দেশেই খরচটা চলে যাবে...
 তোমার ওকে দেখতে ইচ্ছে করে না..? নাহ...
 নাআ..?
 না, আমার ওকে ছুঁয়ে একটু বসতে ইচ্ছে করে...
বুকের উপর হাত বুলিয়ে যাদুর খেলা দেখাতে ইচ্ছে করে..
এক স্পর্শ যাদু...
 চিন্তা করো না..
সব ঠিক হয়ে যাবে...
 হুম..
যেমনটা তোমার হচ্ছে...
 আমাদের গল্পটা কোথায় যেন এক হয়ে জীবনের উত্তাল সাগরে গিয়ে মিলেছে আবীর...
 জীবনে চলার পথে চেনা মানুষের গল্প মেলে না, কিন্তু অচেনা মানুষের মিলে যায়..
 তোমার স্কার্ফটা খুব সুন্দর..
ধন্যবাদ..
 কিন্তু এটা কেন হঠাৎ..?
 এটা শুভকামনা...
 মানে...?
 মানে, তুমি যেন তোমার কাজ শেষ করে তাড়াতাড়ি এই বরফের শহরের ফিরতে পারো নিজের ছেলের কাছে...
 আর তুমি...?
 আর কটা বছর...
মেয়েটা শুধু নিঃশ্বাসটা ধরে রাখুক কষ্ট করে এই কটা দিন..
 তুমি কাঁদো না কেন..?
 ভয় হয়..
 কিসের...
 কাঁদতে শুরু করলে যদি আর পরে থামাতে না পারি..??
আমার যে এখনো নীল খামে চিঠি লেখার স্বপ্নটা পূর্ণ হলো না আলো...
 হয়ে যাবে..
সব একদিন ঠিক হয়ে যাবে..
তখন এই দিনের কথা ভেবে সুখী হবে... যন্ত্রণার পথ পাড় হয়ে আসার পর মানুষের মাঝে অসাধারণ এক অনুভূতি জন্মায়...
 মেঘের মতো কালো...?
 মানে...?
 মানে প্রবল বিষ শরীরে ধারণ করে তার পর সেটা একসময় শরীরের চাইতে ভারী হয়ে গেলে মাটিতে ছুঁড়ে ফেলে আলোর অমর রঙের মুখ..??
 তাই যেন হয়...


 " হতে পারে বকুলের সন্ধানে চারা কিনেছিলো ছেলেটি.. বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো.. বুক ভরে বকুলের গন্ধ নিতে এখনো ফিরলো না যে মেয়েটি.."...!!!


 চেনা- অচেনা...
কথোপকথন
 সৌগত রাণা কবিয়াল


Rate this content
Log in

Similar bengali poem from Drama