STORYMIRROR

Sougat Rana Kabiyal

Abstract Romance Classics

4  

Sougat Rana Kabiyal

Abstract Romance Classics

সময়ের তানসেন..সৌগত রাণা কবিয়াল

সময়ের তানসেন..সৌগত রাণা কবিয়াল

1 min
558


অন্তর্ভেদী রুপকথা তোমার পাঁজরে রেখে..

আমি অনির্বাণ মৃত্যুঞ্জয়ী সুখ পোঁকা..;


কালের গায়ে ছায়া কেবল একটি অংশ মাত্র..

হিসেব নিকেশের পুরোটাই তো তীব্র ব্লাকহোল..!


শীত-আহ্লাদী প্রজননের আধুনিক ফাঁকফোকড়ে..

তুমি তোমার হৃদয় জুড়ে জড়িয়ে রাখো অদ্ভুত এক আবরণ...


ছুঁয়ে দেখার ইচ্ছেদের কথোপকথন বেড়ে গেলে

তোমার সেই আবরণে আমি দেখি আদিম কুয়াসা..

আর ইচ্ছেদের রাজকীয় বিজয়ের শেষে..

তুমি আচ্ছন্নতা নিয়ে পুড়ে যাও ধোঁয়ার আবরণে...!


প্রিয় শূন্যতা,

কে কাকে সুখী করে বলতে পারো..?

যৌবনের রাজকীয় তলোয়ার...

না অষ্টাদশীর পায়ে

র সোনার নুপুর...?


সবাই কি ভয়ংকর সুন্দর ছুটতে শিখে যাচ্ছে..

যে প্রতিযোগিতায় সকলেই শ্রেষ্ঠ..

সে স্বয়ম্বরে পিণাকের অভিশাপ মোচনের 

সেই রাজকুমার কোথায়...? 


মাছগুলো বিচ্ছিরি ভাবে মরে যায়..

অথচ জলের কাঁচ বাক্সের শরীর ঠিকরে 

কি অসহ্য আলো ছড়িয়ে পড়ে সারা ঘরময়...!


এর পর গান শুনতে মন চাইলে..

একবার নিজের কথাগুলোতে 

সুর দিয়ে দেখো সময়ের তানসেন..

তোমার অদেয় সৃষ্টির কথা রাখতে 

ভুলে যাওনি তো...?


সময়ের তানসেন...

--- সৌগত রাণা কবিয়াল

কাব্যগ্রন্থ - কবিতার আনুষ্ঠানিকতা


Rate this content
Log in

Similar bengali poem from Abstract